ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যের বেশির ভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। জাতীয় কবির একটি গানকে ভিত্তি করে গত বছর ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা এ ভাস্কর্যকে ভাঙা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ও পুরাতন কলা অনুষদ ভবনের মাঝে পুকুরের কিনারে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নির্দেশে ভাস্কর্যটি প্রায় পুরো ভেঙ্গে ফেলা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের দাবির ভিত্তিতেই ভাস্কর্যটি ভাঙ্গা হয়েছে।এটি ভাঙ্গার বিষয়ে জানতেন না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকরা।
উল্লেখ করতে হয় যে, পাঁচই অগাস্ট ২০২৪, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সারা দেশে অন্তত হাজার খানেক ভাস্কর্য, ম্যুরাল, স্থাপনা ও মাজারে হামলা করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। নারী ফুটবলারদের খেলা ও চলচ্চিত্র প্রদর্শনে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ‘তৌহিদী জনতা’ র ব্যানারে। অন্তর্বর্তী সরকার এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার পরিবর্তে কেবলমাত্র বিবৃতি দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছেন। সরকারের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা এ ধরণের অপরাধকে উৎসাহ দিচ্ছে।