আসাম কে কাঁদালেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ।

  • আপডেটের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ সময় দেখুন
মহা গায়ক জুবিনের মৃতদেহ বহনকারী গাড়ি।

ইউসুফ শেখ।

জনপ্রিয় গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অসম নিবাসী এ গায়কের বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা ও বিভিন্ন ভাষায় এ গায়ক গান করেছেন। গ্য়াংস্টার ছবির ইয়া আলি… গান গেয়ে মানুষের নজর কেড়ে নিয়েছিলেন।

ভারতের মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করে ছিলেন। তিনি প্রচুর গান গেয়েছেন। এ গুণী গায়ক বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছে।

২০১৯- এ তিনি বলেছিলেন, তাঁর শেষযাত্রায় গোটা অসম যেন তার গান ”মায়াবিনী” গেয়েই তাঁকে বিদায় জানায়। অসমের মানুষ জুবিন গর্গকে তাঁর প্রাণের গান গেয়েই বিদায় জানিয়েছেন। জুবিন ছিলেন অসমীয়া সংস্কৃতির ধারক ও বাহক। তিঁনি অসমীয়া সংস্কৃতিকে সকলের মাঝে পৌঁছে দিয়েছেন।

জুবিনের মৃত্যু আসামকে শোকের সাগরে ভাসিয়ে দিলো। আসামবাসী হারালো অসাম্প্রদায়িক জুবিনকে। আসামবাসী হারালো একজন অহিংস মানুষকে। নবীন-প্রবীণ, নারী, শিশু, তরুণ-তরুণী, প্রতিবন্ধী সবার হাতে ফুল, চোখে জল, ঠোঁটে প্রার্থনা জুবিনের জন্য। অনেকে কান্না করে ডাকছিলেন ‘জুবিনদা…।

চন্দনকাঠ ফুল দিয়ে তৈরি হল অন্তিম শয্যা। শেষযাত্রা পর্যন্ত অসামবাসী তাঁর পাশে ছিলেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় জ়ুবিনের মুখে আগুন দিলেন তার আদরের ছোট বোন পামী বড়ঠাকুর। স্কুবা করতে গিয়ে অকাল মৃত্যু হয় গায়কের।

Author

এই বিভাগের আরও খবর