যান্ত্রিক এ দুনিয়ায় মানুষের মানবিক মূল্যবোধ দিনে দিনে কমে যাচ্ছে। মানুষ যান্ত্রিক ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক এবং সামাজিক সম্পর্ক তলানিতে এসে গেছে। সবাই স্বার্থের সম্পর্কের পিছনে দৌড়াচ্ছে। স্বার্থের সম্পর্কে আবেগ ও ভালোবাসা থাকেনা, থাকে না মানবিক মূল্যবোধ। বাণিজ্যিক শিক্ষা আমাদের মানবিক মূল্যবোধ জাগরণে সবচেয়ে বড় বাধা। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক ব্যবহার আমাদের পারিবারিক সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
আমাদের শিশুরা বড় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে। তাঁদের খাওয়া, কান্না, হাসি এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। তরুণ-তরুণী তাঁদের দিন-রাতের একটা বড় সময় সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। বলছি না সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয়। আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রয়োজন আছে, তবে এর ব্যবহার নিয়ন্ত্রিক ও প্রোডাকটিভ হতে হবে।
একটা সময় ছিল তরুণ -তরুণী তাঁদের অবসর সময়ে বই পড়তো, কবিতা চর্চা করতো। মা -বাবা ও ভাই-বোনদের সাথে আড্ডা দিতো। জীবন নিয়ে ভাবতো। কিন্তু এখন তরুণ -তরুণীরা সময় পেলেই হারিয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁদের পাশের মানুষটা কি করছে তাঁরা খেয়াল করে না। কেউ ডুবে মরলে সবাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানাতে কিন্তু ডুবন্ত মানুষকে কেউ উদ্ধার করে না। জ্বলন্ত শিশুকে সবাই ভিডিও করে কিন্তু তাঁকে কেউ হাসপাতালে নিয়ে যায় না। একজন অন্যজনের ব্যাক্তিগত জীবনের ভিডিও সোশ্যাল মিডয়ায় ছেড়ে দেয় অশ্লীল আনন্দ পেতে, অন্যকে সামাজিক ভাবে ছোট করতে। পিত-পুত্রের সম্পর্ক এখন সোশ্যাল মিডিয়া নির্ভর। আমাদের পারিবারিক ও সামাজিক জীবন হয়ে যাচ্ছে কৃত্রিম।