অনেক ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষ ইসরায়েলে থাকে। কাজ বা পড়াশোনার জন্য ভারতীয়রা ইসরায়েলে থাকেন। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২০০০০ হাজার কর্মী ইসরায়েলে আছেন। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এই ভারতীয় কর্মীদের মধ্যে বেশিরভাগই কেয়ার গিভারের কাজ করেন। নির্মাণ শ্রমিক হিসাবেও সাম্প্রতিক সময়ে অনেক ভারতীয়ই ইসরায়েলে বসবাস করছেন। ইসরায়েলের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্স, কেয়ার গিভার এবং অদক্ষ শ্রমিকের জন্য ভারতীয়দের উপরই নির্ভরশীল।
২০২৩ সালে ভারতের সঙ্গে ইসরায়েলে চুক্তি স্বাক্ষর হওয়ার পর দ্বিপাক্ষিক চুক্তির আওতায়,বহু ভারতীয় কর্মী সেখানে গেছেন। প্রযুক্তির ক্ষেত্রে কম সংখ্যক হলেও ভারতীয় কর্মী রয়েছে। ভারতীয়রা, ইসরায়েলে মাইনে অন্যান্য অনেক দেশের চাইতে ভাল। ভারতীয়দের কাছে ইসরায়েল কাজের জন্য ভাল জায়গা। ইসরাইল সরকার বিদেশি কর্মীদের স্বাস্থ্যবিমা-সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়, যা অন্য দেশে নেই। এখানে ভারতীয়রা আয় করে, ভারতে থাকা তাদের পরিবার ব্যায় বহন করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সে দেশে ৮৫০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদী বাস করেন। ভারত থেকে ৫০ থেকে ৬০-এর দশকে ইহুদীদের অনেকে ইসরায়েলে যাওয়া শুরু করেন। মহারাষ্ট্র, কেরালা, কলকাতা,মণিপুর ও মিজোরাম থেকে ইহুদীরা সেখানে বসতি স্থাপন করেছে।