মায়ের ইচ্ছায় আরও তালের আঁটি রোপণ করতে চাই I

  • আপডেটের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১ সময় দেখুন
কৃষক গাজী কামাল হোসেন

স্টাফ রিপোর্টার।

গাজী কামাল হোসেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের একজন কৃষক। তাঁর কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া নেই। তবে সে উপলব্ধি করতে পারে, বজ্রপাতরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই উপলব্ধি থেকে তিনি বিভিন্ন স্থানে তালের বীজ ও চারা রোপণ করে।

আলীপুর বাজার থেকে কুয়াকাটা পর্যন্ত বেড়িবাঁধের দুই পাশে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার তালের বীজ তিনি লাগিয়েছেন। দৈনিক চার–পাঁচজন শ্রমিককে পারিশ্রমিক দিয়ে এসব তালগাছ লাগান। একটি বীজ বপন কিংবা একটি চারা রোপণ করতে গড়ে ৭ টাকা খরচ হয়। আর্থিকভাবে সচ্ছল না হলেও এই খরচ তিনি একাই বহন করছেন।

তাঁর মায়ের ইচ্ছানুযায়ী সে আরও ব্যাপকভাবে তালের আঁটি রোপণ করতে চান। বৃহত্তর জনস্বার্থে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত অথবা ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়কের দুই পাশে তালের বীজ রোপণ করতে চান। এ ক্ষেত্রে সে সরকারের অর্থায়ন চান না। চান সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ও প্রশাসনিক ছাড়পত্র। আরও চান সবার পক্ষ থেকে সহযোগিতা।

সরকারি কোনো মহল যদি অন্য কোথাও এই তালগাছ লাগানো সমীচীন হবে বলে মনে করে, তাহলেও সেখানেও এই তালগাছ রোপণ চালিয়ে যেতে চান।

এই বিভাগের আরও খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৬:৩৭)