দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী প্রবাসী নাগরিকরা ভোটাধিকারের সুযোগের দাবি জানাচ্ছে। এই প্রথম, গত ১৬ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রবাসীদের ভোটাধিকার চালুর বিষয়ে মতামত দেন। অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থাসহ বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সব সংস্কার প্রস্তাব দিয়েছে তার মধ্যে প্রবাসীদের জন্য ভোটিং চালু করার পরামর্শ দিয়েছেন। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মোট ভোটার হলো ১২ কোটি ৩৭ লাখ। হিসাব অনুযায়ী প্রবাসে থাকা ভোটারের সংখ্যা প্রায় এক কোটি ৩৪ লাখ। এই প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার থেকে বঞ্চিত। প্রবাসীদের ভোটাধিকার এখন সময়ের দাবি, এ দাবি বেশ জোড়ালো হয়েছে ৫ অগাস্ট ২০২৪ -এর পর থেকে।
প্রবাসীদের প্রক্সি ভোটিং, অনলাইন, পোস্টাল কিংবা সশরীরে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের কাছে মতামত নিতে হবে।