মুন্সীগঞ্জে সংসদীয় আসন সংখ্যা ৪টি করতে হবে।

  • আপডেটের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৪ সময় দেখুন

মুন্সীগঞ্জ জেলার বর্তমান সংসদীয় আসন সংখ্যা ৩টি। ২০০৭ সালের আগে মুন্সীগঞ্জে ৪টি আসন ছিল, যা তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শাসন কালে ৩টি আসনে হ্রাস করা হয়। বর্তমান আসন তিনটি হলো মুন্সীগঞ্জ-১, অঙ্গন: সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা। মুন্সীগঞ্জ-২, অঙ্গন: লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা। মুন্সীগঞ্জ-৩, অঙ্গন: সদর ও গজারিয়া উপজেলা

অতীতের আসন সংখ্যা ৪টি পুনর্বহালের দাবি করছে মুসন্সিগঞ্জ ও প্রবাসী মুন্সীগঞ্জ বাসীরা। আসন সংখ্যা ৪টি হলে মুন্সীগঞ্জের উন্নয় বৃদ্ধি পাবে।জাতীয় সংসদে প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে। স্থানীয় রাজনীতির পরিসর বাড়বে। প্রবাসী আইনজীবী ইউসুফ শেখ বলেন, মুন্সীগঞ্জের সংসদীয় আসন ৪টি করা সময়ের দাবি। ২০০৭ সালের আগে এই জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। আসন সংখ্যা ৩টি করে এ জেলার সাধারণ মানুষদের বঞ্চিত করা হয়েছে। এখন সময় এসেছে সর্বদলীয় আন্দোলন করে পূর্বের আসন সংখ্যা বহাল করার।

এই বিভাগের আরও খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:২৪)