মার্চ ফর বাংলাদেশ সফল করতে বার্মিংহাম আওয়ামী লীগের সাথে শাহ শামীম আহমদের মতবিনিময়।

  • আপডেটের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ সময় দেখুন
ছবি: শাহ শামীম আহমদ বক্তব্য দিচ্ছেন মতবিনিময় সভায়।

স্টাফ রিপোর্টার।

যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ শামীম আহমদ বলেছেন আগামী ৮ সেপ্টেম্বর ট্রাফালগার স্কয়ারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা জননেত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশে গনতন্ত্র পূর্নপ্রতিষ্ঠার সংগ্রামে ৭১ এর মত আবারও মার্চ ফর বাংলাদেশ এ যোগদান করতে বার্মিংহাম প্রবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান।

গত ২৫ আগস্ট সোমবার বার্মিংহামের পানসী রেস্টুরেন্টে বার্মিংহাম আওয়ামী লীগের সাথে মতবিনিময় কালে একথা বলেন।বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশে ম্যাটিকোলাস ডিজাইনে যে জঙ্গি হামলার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে সরিয়ে সুদি ইউনুছের নেতৃত্বে পাকিস্তানপন্থি সরকার গঠন করে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।

৭১এর ২৬ এ মার্চ স্বাধীনতার উষালগ্নে পাকিস্তানী হানার বাহিনী প্রথমেই রাজারবাগ পুলিশ লাইনে হামলা করে হাজার হাজার পুলিশ হত্যা করেছিল, একই কায়দায় তারা ২০২৪ এর ৫ই আগস্ট ত সাড়ে-চারশ থানায় হামলা করে তিন হাজার দুইশ বাষট্টি জন পুলিশ হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিচ্ছে, জাতির পিতার সকল ভাস্কর্য ভেঙে্ ফেলছে, রায়ের বাজার বদ্যভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলেছে, বাংলাদেশে সংবিধান, জাতীয় সংগীত, জাতীয় পতাকা বিতর্কিত করার চেষ্ঠা করছে, মুক্তিযুদ্ধের সকল অর্জন নস্যাত করতে তারা উটে পড়ে লেগেছে, তিনি বলেন, ১৫ই আগস্ট ইতিহাসের সবচেয়ে নিঃসশ ও ন্যক্কারজনক বর্বরোচিত হামলার মাধ্যম জাতির পিতাকে স্বপরিবারে হত্যাকরে তারা মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, জঙ্গীরা ২১ আগস্ট আওয়ামীলীগের জনসভায় হামলা চালিয়েছিল, মানুষ হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নৃসংশ ঘটনা।

তিনি প্রমাণ দিয়ে বলেন, ৫ আগষ্টের পর জঙ্গীদের জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয়, হলি আর্টিজান হত্যাকাণ্ডের নায়কদের ছেড়ে দেওয়া হয়, ২১ আগস্ট হামলাকারিদের জেল থেকে মুক্তিদিয়ে মামলা থেকেও মুক্ত করে দেওয়া হয়। এসব ঘটনা থেকে প্রমাণিত হয়, ৫ আগস্ট এটা জঙ্গীদের দ্বারা সংঘটিত হামলা। এবং ষড়যন্ত্রে মাধ্যমে সরকার পরিবর্তন করা হয়েছে।এখন জঙ্গী শাসন চলছে দেশে। দেশ ও দেশের মানুষ বিপন্ন।

এসব ঘটনা আলোচনার পর দৃঢ়তার সাথে বলেন, জননেত্রী শেখ হাসিনাই একমাত্র দেশপ্রেমিক নেত্রী, যার হাতে দেশ নিরাপদ।মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে তিনিই দেশকে এগিয়ে নিতে পারেন, তার বিকল্প নেই। সভায় আরো বক্তৃতা করেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন আহমদ, মোস্তফা কামাল বাবলু, যুগ্ম সম্পাদক কামাল আহমদ, নুরুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক জুমা আহমদ লিটু, প্রচার সম্পাদক নাছির আহমদ শ‍্যমল, আশিক মিয়া, ম আ কাদির, ইকবাল হোসেন সহ প্রমুখ

এই বিভাগের আরও খবর

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৪:২২)